শিলিগুড়ি,৫ নভেম্বরঃ অবশেষে পুলিশের জালে স্টোনম্যান।গত একমাস ধরে স্টোনম্যানের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।অভিযুক্ত স্টোনম্যানের নাম কমলা পন্ডিত।বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রনগরে।বহুদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে যুক্ত রয়েছে এই স্টোনম্যান ওরফে কমলা পণ্ডিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত দুদিন আগেই জিজ্ঞাসাবাদের জন্য কমলা পন্ডিতকে আটক করেছিল প্রধাননগর থানার পুলিশ।পুলিশি জেরায় সে স্বীকার করে যে, গত ৫ অক্টোবর ২৬০০ টাকা ছিনতাই করে এক ব্যক্তিকে পাথর দিয়ে আঘাত করে খুন করে সে।
এই বিষয়ে ডিসিপি কুনওয়ার ভূষণ সিং বলেন, গত ৬ অক্টোবর শিলিগুড়ি জংশনের কাছে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ।ওই ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল।ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে আটক করা হয়।এরপরই স্টোনম্যান ওরফে কমলা পণ্ডিতকে গ্রেফতার করা হয়।অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি ৩০২ এবং ২০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।আজ অভিযুক্তকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।