শিলিগুড়ি,১০ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রয়াত কৃষ্ণ চন্দ্র পালের বাড়িতে চুরির ঘটনা।ডাবগ্রামে তাদের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি গিয়েছে বলে জানা গিয়েছে।ঘটনায় ইতিমধ্যেই বাড়ির দুজন পরিচারিকা এবং একজন গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ছেলের বিয়ে উপলক্ষ্যে ব্যস্ত ছিলেন প্রয়াত কৃষ্ণ চন্দ্র পালের স্ত্রী রুপা দেবী সহ বাড়ির অন্যান্যরা।সেইসময় এই চুরির ঘটনা ঘটে।গত ৪ ডিসেম্বর চুরির ঘটনাটি সামনে আসে।ইতিমধ্যেই এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তারা।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।