শিলিগুড়ি, ৫ নভেম্বরঃ মেয়ে ড্রাগসের কারবারের সঙ্গে অনেকদিন ধরেই জড়িত। এর আগে গাঁজা পাচার করতে গিয়ে ধরাও পড়েছিল। কিন্তু তারপরও থেমে থাকেনি কারবার। মালদা মুর্শিদাবাদ থেকে ব্রাউন সুগার নিয়ে এসে তা শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় পৌঁছে দিতো অলোকা বেগম ও মহেশ মালি। দুজনে সম্পর্কে বাবা মেয়ে। মাটিগাড়া থানা এলাকার বিশ্বাস কলোনির বাসিন্দা। বহুদিন ধরেই পুলিশ খোঁজ করছিল দুজনের।
অবশেষে বৃহস্পতিবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে ধরে মাটিগাড়া থানার পুলিশ। শিবমন্দির এলাকা থেকে দুজনকে ৯০০ গ্রাম ব্রাউন সুগার সহ ধরা হয়।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকা।একটি ব্যাগের মধ্যে লুকোনো ছিল এই ব্রাউন সুগার যা নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়িতে।
আজ মাটিগাড়া থানায় সাংবাদিক বৈঠকে এসিপি চিন্ময় মিত্তল বলেন, গত কয়েকমাসে মাটিগাড়া থানা এলাকায় প্রচুর ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।ধরাও হয়েছে বেশকয়েকজনকে।
জানা গিয়েছে, গত ৩-৪ মাসে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় প্রায় ৯-১০ কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে বিভিন্ন থানা।