শিলিগুড়ি,১ মার্চঃ পুলিশের সহযোগিতায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে খুঁজে পেলেন মা।নবগ্রাম লোকনাথ সরনীর বাসিন্দা ১৫ বছরের দীপ মানসিক ভারসাম্যহীন।মা গিতা পালের সঙ্গেই থাকে সে।গত রবিবার বিকেল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় দীপ।
অন্যদিকে রবিবার রাতে গেটবাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে দীপকে ঘুরতে দেখে পুলিশ।তাকে জিজ্ঞাসাবাদ করে নাম-পরিচয় জানতে না পারলে তাকে এনজেপি থানায় নিয়ে যাওয়া হয়।পরিচয় জানতে বিভিন্ন থানায় দীপের ছবিও পাঠায় পুলিশ।এদিকে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও দীপের সন্ধান না পেলে সোমবার নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করতে এনজেপি থানায় যান গীতা দেবী এবং সেখানেই খুঁজে পান তার হারিয়ে যাওয়া ছেলেকে।পুলিশের সহযোগিতায় দীপকে পেয়ে খুশি তিনি।