শিলিগুড়ি, ১০ জুলাইঃ শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশের তরফে পুরনিগমের ৩৮, ৩৯ ও ৪৩ নাম্বার ওয়ার্ডে চলল পুলিশি টহলদারি।
লকডাউন অমান্য করে এই ওয়ার্ড গুলিতে যে সমস্ত দোকান খোলা রাখা হয়েছিল সেই দোকনগুলিকে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সকলকে সচেতন করা হয়।
প্রসঙ্গত, সরকারি নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেল ৫ টার পর থেকে লকডাউন শুরু হয় পুরনিগমের ৯ টি ওয়ার্ডকে।এরপর থেকেই বিভিন্ন ওয়ার্ড জুড়ে চলছে পুলিশি টহলদারি।
শুক্রবার সকালে ৩৮, ৩৯ ও ৪৩ নম্বর ওয়ার্ডে পুলিশি টহলদারি শুরু হয়। বিনা মাস্কে যারা রাস্তায় বেরিয়েছিলেন তাদের একদিকে যেমন সাবধান করা হয় তেমনই তাদের হাতে মাস্কও তুলে দেওয়া হয়। এছাড়াও ৩৯ নম্বর ওয়ার্ডে কোথায় কোথায় ব্যারিকেড করা হবে তা নিয়ে কর্পোরেশনের কর্মীদের সঙ্গে আলোচনা করে ভক্তিনগর থানার পুলিশ।