রাজগঞ্জ, ৭ জানুয়ারিঃ জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে “জন সংযোগ কর্মসূচি” করা হল রাজগঞ্জে।
শনিবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ও রাজগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় সন্ন্যাসীকাটা গাডরা এলাকার এক চা বাগানে এই অনুষ্ঠান করা হয়। এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার প্রায় ২৫০ জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল তুলে দেন জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, আজ এই চা বাগান এলাকায় সাধারণ মানুষের সাথে জনসংযোগ করা হল। এছাড়া অসহায় মানুষদের কম্বল দেওয়া হলো। জেলা পুলিশের উদ্যোগে আগামীতেও বিভিন্ন এলাকায় এই জনসংযোগ কর্মসূচী নেওয়া হবে বলে জানান তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো,অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, অতিরিক্ত জেলাশাসক তেজশ্রী রানা,জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়,রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় সহ অন্যান্যরা।