পোলিও‌ খেয়ে দৃষ্টিশক্তি হারালো দেড় বছরের শিশু,অভিযোগ ঘিরে চাঞ্চল্য ধূপগুড়িতে

ধূপগুড়ি,১৫ ফেব্রুয়ারিঃ পোলিও‌ ওষুধ খেয়ে দৃষ্টিশক্তি হারালো দেড় বছরের এক শিশু।এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হল শিশুটির পরিবার।ধূপগুড়ি ব্লকের দুরামারি কেরানিপাড়া এলাকার ঘটনা।শিশুটির নাম দীপান্বিতা রায়।


পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৫ ফেব্রুয়ারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।দেড় বছরের মধ্যে টিকা ও ভ্যাকসিন দেওয়ার কথা ছিল।তার দুই হাতে দুটো ইঞ্জেকশন দেওয়া হয়।এর দশ মিনিট পর ফের পায়ে একটি ইঞ্জেকশন দেওয়া হয়।অভিযোগ, ভিটামিন ‘‌এ’‌ এবং পোলিও ভ্যাকসিন খাওয়ার কিছুক্ষণ পর থেকেই শিশুটির ডান দিকের চোখটি লাল হতে শুরু করে।পরে একইভাবে অন্য চোখটিতেও একই সমস্যা দেখা যায়।রাতে আরও বেশি লাল হতে থাকে চোখ দুটি।পরদিন সকালেই বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় শিশুটিকে।সেখানেও দুদিন রেখে চিকিৎসা করা হলেও দেখা যায় শিশুটি নিজের দৃষ্টিশক্তি হারিয়েছে।পরবর্তীতে ভাল চিকিৎসার জন্য শিশুটিকে নেপালে নিয়ে যাওয়া হয়।সেখানে জানিয়ে দেওয়া হয় অনেক দেরি হয়ে গেছে।শিশুটির দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আর কোনও সম্ভাবনা নেই।

এদিকে ঘটনার পর ভেঙে পড়েছেন শিশুটির মা পুষ্পিতা রায় বসুনিয়া ও বাবা দিব্যেন্দু রায়।তারা জানান, এই মুহূর্তে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দুদিনের মধ্যে হায়দরাবাদ বা নেপালের কাঠমান্ডুতে নিয়ে গিয়ে শিশুটির চিকিৎসা করাতে।কিন্তু বর্তমানে তাদের কাছে চিকিৎসা করানোর মতো টাকা নেই।


অন্যদিকে বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরে যাওয়া হলে সেখানকার আধিকারিকরা লিখিতভাবে অভিযোগ জানানোর কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *