শিলিগুড়ি, ৪ মার্চঃ সামনেই পুরভোট। তার আগে বামফ্রন্টের বিরুদ্ধে সরকারি স্কুলে কর্মীসভা করার অভিযোগ নিয়ে সরব তৃণমূল। শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। গান্ধী শ্রমিক হিন্দি বিদ্যালয়ে বুধবার বিকালে এক কর্মীসভার আয়োজন করা হয় বলে অভিযোগ। যেখানে কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান স্নিগ্ধা হাজরা, মেয়র অশোক ভট্টাচার্যও ছিলেন।
তা নিয়েই ক্ষোভপ্রকাশ করেছেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। তিনি বলেন, প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রকাশ রায়ের থেকে বিষয়টি খোজ নিয়েছি। কোনোভাবেই সরকারি স্কুলে এভাবে রাজনৈতিক কর্মীসভা করা যায়না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্নিগ্ধা হাজরা বলেন, কোনো দলীয় পতাকা ছিলনা। মেয়রকে নানা অসুবিধা কথা জানানোর জন্যই এখানে আসা। রাজনৈতিক কর্মসূচী দলীয় অফিসে হয়। তাছাড়া এখন তো ভোট ঘোষণা হয়নি।
তবে প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ডা. সুপ্রকাশ রায় বিষয়টি খোজ নেবেন বলে জানিয়েছেন। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। সূত্রের খবর ওই স্কুলের টিচার ইন চার্জকে ঘটনার পর শোকজ করা হতে পারে।