শিলিগুড়ি,১৮ নভেম্বরঃ বুধবার পঞ্চনই নদীর ওপর নবনির্মিত সেতুর উদ্বোধন করলেন বিধায়ক তথা প্রশাসক অশোক ভট্টাচার্য।এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর সদস্য নুরুল ইসলাম, রামভজন মাহাতো,শঙ্কর ঘোষ,কমল আগরওয়াল,মুকুল সেনগুপ্ত সহ অন্যান্যরা।
শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ও ৪৭ নম্বর ওয়ার্ডের সীমা ঘেষে বয়ে চলেছে পঞ্চনই নদী।বর্ষার সময় নদীর জল বেড়ে যাওয়াতে সমস্যায় পড়তে হতো এলাকার ছাত্রছাত্রীদের।এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসে শিলিগুড়ি পুরনিগম।সাংসদ উন্নয়ন তহবিল এর আর্থিক খরচে তৈরি করা হয় নতুন লোহার সেতু।সেতু তৈরিতে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গিয়েছে।
অশোক ভট্টাচার্য জানান, রাজ্যসরকারের আর্থিক বঞ্চনা থাকা সত্ত্বেও স্থানীয়দের দীর্ঘদিনের দাবী মেনে স্কুল ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনা করে এই লোহার সেতু তৈরি করেছে শিলিগুড়ি পুরনিগম।আগামীতে আরও বেশকিছু উন্নয়নমূলক কাজ সংগঠিত করা হবে এই অঞ্চলে।