শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ পণের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো শিলিগুড়ির মহিলা থানার পুলিশ।ধৃতের নাম বিষ্ণু শাহ।প্রধাননগর থানা অন্তর্গত চম্পাসরি এলাকার বাসিন্দা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালে বিষ্ণু শাহের সঙ্গে প্রেম করে বিয়ে করেন জ্যোতি।বিয়ের কয়েক মাস দুজনের মধ্যে সব ঠিকঠাক ছিল।অভিযোগ, বিয়ের প্রায় ৬ মাস পর থেকে বিষ্ণু তার স্ত্রী জ্যোতিকে বাড়ি থেকে টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে।পণের দাবীতে স্ত্রীকে মারধরও শুরু করে বিষ্ণু।পণের দাবী পূরণ না করায় বিষ্ণু তার স্ত্রীকে হুমকিও দেয়।
এই অত্যাচার সহ্য করতে না পেরে গত ১৮ ডিসেম্বর শিলিগুড়ি মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে জ্যোতি।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চম্পাসারি এলাকা থেকে বিষ্ণু শাহকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে মহিলা থানার পুলিশ।