মালদা,২১ ফেব্রুয়ারিঃ পণের দাবিতে গৃহবধূকে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।বৈষ্ণবনগর থানার নন্দলালপুর গ্রামের ঘটনা।মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না মণ্ডল(২৯)।স্বামী বিক্রম মণ্ডল ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে।তাদের দুই ছেলে মেয়ে রয়েছে।এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শ্বশুর এবং শাশুড়ি।
মৃতার বাবা শরৎ মন্ডলের অভিযোগ, গত ১৫ বছর আগে তার মেয়ের বিয়ে হয় একই গ্রামের বাসিন্দা বিক্রম মণ্ডলের সাথে।তার জামাই বর্তমানে কোন রাজ্যে রয়েছে শ্রমিকের কাজে।প্রায়ই পণের দাবিতে মারধর করা হতো জ্যোৎস্নাকে।অভিযোগ, জ্যোৎস্না টাকা আনতে অস্বীকার করলে তাকে বিষ খাইয়ে খুন করে তার শ্বশুর ও শাশুড়ি।
ইতিমধ্যেই মৃতার পরিবারের তরফে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।