শিলিগুড়ি,১৯ ফেব্রুয়ারিঃ একদিনের জন্য পণ্য পরিবহনকারী গাড়িগুলি বন্ধ রাখার ডাক। অল ইন্ডিয়া ট্রান্সপোর্টারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইস্টার্ন জোন) এর সহ সভাপতি নিরঞ্জন আগরওয়াল জানান, পণ্য পরিবহনকারী গাড়িগুলি আগে প্রতিদিন ১০০ কিলোমিটার চলত।তবে জানুয়ারি মাস থেকে নতুন আইনে বলা হয়েছে গাড়িগুলি প্রতিদিন ২০০ কিলোমিটার করে চলবে।এই নতুন আইন সমস্যার সৃষ্টি করছে।সমস্যায় পড়ছেন পরিবহনকারীরা।
তিনি আরও জানান, রাস্তার বিভিন্ন সমস্যা রয়েছে, ড্রাইভারদের প্রতিদিন ২০০ কিলোমিটার গাড়ি চালানোও সম্ভব হচ্ছে না।এছাড়াও ডিজেলের মূল্যবৃদ্ধি সহ আরও বেশকিছু সমস্যা রয়েছে তাদের।এই কারনেই কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের সাথে মিলে তারা আগামী ২৬ ফেব্রুয়ারী সারা ভারত জুড়ে পণ্য পরিবহনকারী গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।ওইদিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত পণ্য পরিবহনকারী গাড়ির চাকা ঘুরবে না বলেই জানা গেছে।