আলিপুরদুয়ার, ৪ ফেব্রুয়ারিঃ আলিপুরদুয়ারের দক্ষিণ সলসলাবাড়ি চারমাইল এলাকায় গদাধর নদীর ধারে বেগুন ক্ষেতের আড়ালে অবৈধ পপি চাষের ক্ষেত নষ্ট করল আলিপুরদুয়ার থানার পুলিশ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে গদাধর নদীর ধারে অভিযান চালায় আলিপুরদুয়ার থানার পুলিশ।দীর্ঘদিন ধরে ওই এলাকায় নদীর ধারে বেগুল ক্ষেতের আড়ালে অবৈধভাবে পপি চাষ করে আসছিল একদল অসাধু ব্যক্তি।সেই খবর মিলতেই অভিযান চালানো হয়।
এদিন ট্রাক্টর দিয়ে প্রায় ১৪ বিঘা পপি ক্ষেত নষ্ট করে আলিপুরদুয়ার থানার পুলিশ।এদিনের অভিযানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি, আইসি অনির্বাণ ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।