শিলিগুড়ি, ২ মে : শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত চিড়িয়ামোড় এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স ও একটি গাড়িকে ধাক্কা মেরে মাঝ রাস্তায় উলটে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ ফুলবাড়ি থেকে চা-পাতা বোঝাই করে কদমতলার দিকে আসছিল ট্রাকটি। চিড়িয়ামোড় সংলগ্ন এলাকায় পৌঁছানোর সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। সেই ধাক্কার পর একটি অ্যাম্বুলেন্সও ধাক্কা মারে। এরপর ট্রাকটি উলটে যায়।
ঘটনার খবর পেয়ে বাগডোগরা ট্রাফিক গার্ড ও মাটিগাড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।