শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারিঃ ফাঁড়াবাড়ির বলরাম পাড়া এলাকায় বাগানের ভেতর থেকে আগুনে পোড়া ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ ঘটনাস্থলে তদন্তে গেল ফরেনসিক দল ও ভোরের আলো থানার পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে তেজপাতা বাগানে ব্যক্তির দেহ জ্বলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় যুবকরা।এরপর খবর দেওয়া হয় ভোরের আলো থানার পুলিশকে।পুলিশ পৌঁছে তদন্তের জন্য এলাকা ঘিরে দেয়।পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক দল ও ভোরের আলো থানার পুলিশ।তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।গোটা ঘটনার তদন্তে পুলিশ।