শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ পোড়াঝাড় কাওয়াখালির অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছে পোড়াঝাড় কাওয়াখালি ভূমি রক্ষা কমিটি।এবারে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াল AIKMS সংগঠন।
বুধবার অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে একটি মিছিল বের করা হয়।শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গিয়ে মিছিলটি শেষ হয়।
AIKMS এর কেন্দ্রীয় সহ-সভাপতি সুশান্ত ঝাঁ জানান, গরীব মানুষেরা প্রতারিত হয়েছে।তাদের ন্যায্য দাবি আদায়ে আমারা তাদের পাশে দাঁড়িয়েছি।পোড়াঝাড় কাওয়াখালির গরীব চাষীরা তাদের জমির সঠিক দাম পায়নি।তাদের থেকে কম দামে জমি নিয়ে বেশী দামে ব্যবসায়ী সংস্থা বিক্রি করছে।তাই আজ এক মিছিলের মধ্য দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।এরপরও কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে আরও বড় আন্দোলনে নামা হবে।