পরিবহণ সংস্থাগুলির বিভিন্ন দাবী দাওয়া নিয়ে দার্জিলিং মোড়ে বিক্ষোভ কর্মসূচি   

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ বিভিন্ন দাবীতে দার্জিলিং মোড়ে ট্যাক্সি চালক সহ এইচটিডিএন এবং ইথোয়া সহ বিভিন্ন সংস্থার তরফে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হল।এর পাশাপাশি এদিন একটি মিছিলও বের করা হয়।মিছিলটি দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি জংশনে গিয়ে শেষ হয়।


ট্যাক্সি চালকেরা বলেন, লকডাউন ও করোনা মহামারি পরিস্থিতিতে তাদের ব্যবসা দীর্ঘদিন বন্ধ ছিল।গাড়ির ট্যাক্স, বীমা প্রায় ৬ মাস থেকে বন্ধ থাকার ফলে ট্রাফিক পুলিশ গাড়ির চালান কাটছেন।তাদের দাবি, ট্যাক্স এবং বীমাতে ছাড় দেওয়া হোক।এর পাশাপাশি গাড়ি ভাড়া বাড়ানোর দাবিও জানান চালকরা।

বর্তমানে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছেন।তাদের এই দাবি দাওয়া মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছোয় এই কারণেই তাদের আজকের কর্মসূচি।


এইচটিডিএন এর এক সদস্য সম্রাট সান্যাল বলেন, লকডাউনের সময় থেকে পর্যটন ব্যবসা প্রায় তলানিতে।এই পরিস্থিতিতে গত ৬ মাসের ট্যাক্স ও ইন্সুরেন্সে ছাড় দেওয়ার দাবি করেন।এর পাশাপাশি ২০০৮ সালের পর থেকে ট্যাক্সি ভাড়া বৃদ্ধি করা হয়নি।ভাড়া বাড়ানোর দাবি জানান তিনি।তিনি আরও বলেন, তাদের দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *