শিলিগুড়ি,৯ সেপ্টেম্বরঃ বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলের সাংগঠনিক সভা ছিল। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই সভা নিয়ে তুমুল কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
শুক্রবার শিলিগুড়িতে সেই সভাকে কটাক্ষ করে বলেন, মঞ্চে ভাইপো সহ ডাকাতরা ছিল। নীচে ছিল চোর৷ একসময় তিনি যে দলে ছিলেন সেই দল তিন এজেন্ডায় চলে বলে কটাক্ষ করেন। পরিবারবাদ, তোষণ ও দুর্নীতি এই তিনটি তৃণমূলের বলে জানান। এছাড়াও একাধিক প্রসঙ্গে এদিন তৃণমূলের বিরুদ্ধে বেশকিছু কথা বলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বাগডোগরায় নেমে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তার সভা রয়েছে।