শিলিগুড়ি,১৫ ডিসেম্বরঃ সমাজসেবী ও স্বাস্থ্য আধিকারিকদের সহযোগিতায় দীর্ঘ প্রায় দশ বছর পর ঘরে ফিরল মিনা মির্দা।
মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের বাসিন্দা মিনা মির্দা।প্রায় ১০ বছর আগে হারিয়ে যান তিনি।পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজেও তার হদিস পাননি।পুনরায় তাকে ফিরে পাওয়ার আশা একপ্রকার ছেড়েই দিয়েছিল তার পরিবার।তবে সমাজসেবী ও স্বাস্থ্য আধিকারিকদের সহযোগিতায় ১০ বছর পর ফের ঘরে ফিরল মিনা মির্দা।
গত ৩০ নভেম্বর এক মানসিক ভারসাম্যহীন মহিলা চিকিৎসার জন্য ভর্তি হন মেডিকেল কলেজ হাসপাতালে।সেখানেই চলছিল তার চিকিৎসা।নাম ঠিকানা কিছুই বলতে পারছিলেন না তিনি।অবশেষে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ লিগ্যাল এইড ফোরামের সহযোগিতা চান।ফোরামের সভাপতি অমিত সরকারের উদ্যোগে এবং হাসিমারার সমাজসেবী শুক্লা দেবনাথের সহযোগিতায় ১২ ঘন্টার মধ্যে ওই মহিলার পরিবারের খোঁজ মেলে।
বৃহস্পতিবার মিনা মির্দাকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত, অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম দাস, অনিমেষ বর্মন,দেব কুমার প্রধান, বঙ্গরত্ন ভারতী ঘোষ ও লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার সহ অন্যান্যরা।