রাজগঞ্জ, ২ এপ্রিলঃ লকডাউনের কারণে গৃহবন্দী মানুষ। অভাব ঘিরে ধরেছে দিনমজুর পরিবারগুলিকে। খাদ্য সামগ্রী দিয়ে লাগাতার সাহায্য করে চলেছেন বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা।
বৃহস্পতিবারও শিকারপুর চা বাগানের নাগপুর ডিভিশনের জঙ্গল লাইনের শ্রমিক পরিবারগুলিকে একবেলা ভাত খাওয়ালেন বনকর্মীরা। এদিন প্রায় ৩০০ পরিবারের হাতে তুলে দিলেন রান্না করা খাবার।
রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, দিনমজুর পরিবারগুলি খুব অসহায় হয়ে পড়েছেন। তাই পরিবারগুলিকে যথাসাধ্য খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে। লকডাউনের আগামী কয়েকদিন এভাবে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করার উদ্দেশ্যে এদিন মোবাইল ফুড ব্যাঙ্ক চালু করা হয়। বনবস্তি, চা শ্রমিক ও দিনমজুর পরিবারগুলিকে মোবাইল ফুড ব্যাঙ্কের মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হবে।