শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ মহিলাকে ধর্ষনের অভিযোগে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করলো শিলিগুড়ি মহিলা থানার পুলিশ।ধৃতের নাম কার্তিক হালদার।দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, শিলিগুড়ির এনটিএস মোড় এলাকার একটি আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতো কার্তিক হালদার।সেই আবাসনেই এক মহিলা পরিচারিকার কাজ করতেন।অভিযোগ, পরিচারিকা মহিলাকে নিরাপত্তারক্ষী মাঝেমধ্যেই উত্ত্যক্ত করত।গত ১০ নভেম্বর কাজে গিয়েছিল মহিলা।ওইদিন নিরাপত্তারক্ষী কার্তিক হালদার মহিলার মুখ চেপে জোর করে নিজের রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর শিলিগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা।এদিকে ঘটনার পর থেকে পলাতক ছিল নিরাপত্তারক্ষী।অভিযোগের ভিত্তিতে কার্তিক হালদারকে খুঁজছিল মহিলা থানার পুলিশ।অবশেষে গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।