শিলিগুড়ি, ২৪ ফ্রেব্রুয়ারিঃ বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজের আড়ালে চুরি করছিল মহিলা।কাজের ফাঁকে সুযোগ বুঝে টাকা, সোনার অলঙ্কার হাতিয়ে নিত সে।অবশেষে সেই পরিচারিকা ধরা পড়লো পুলিশের জালে।
জানা গিয়েছে, ধৃত ওই মহিলার নাম রুপা সরকার।দীর্ঘদিন ধরে পরিচারিকার কাজ করে আসছে।একাধিক বাড়িতে কাজ করতো।কাজের ফাঁকেই চুরি করে নিত টাকা সহ সোনা রুপোর অলঙ্কার।এদিকে গত কয়েকদিন ধরে এনজেপি থানা অন্তর্গত এলাকায় বেশকিছু বাড়িতে চুরির ঘটনা ঘটে।চুরির খবর ছড়িয়ে পড়তেই দেখা যায় সকলের বাড়িতে একই মহিলা কাজ করে।এরপরই বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
ঘটনার তদন্তে নেমে একটি সিসিটিভি ফুটেজ পায় পুলিশ।যেখানে চুরির ঘটনা ধরা পড়ে।এরপরই গ্রেফতার করা হয় রুপা সরকারকে।শনিবার ধৃত মহিলাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।মহিলাকে রিমান্ডে নিয়ে খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করবে পুলিশ।
এদিন এজেপি থানায় যান চুরি যাওয়া বাড়ির গৃহকর্তারা।তারা জানান, মহিলা একাধিক বাড়িতে কাজ করতো।লক্ষাধিক টাকার অলঙ্কার চুরি করেছে সে।চুরি যাওয়া জিনিসগুলি যাতে উদ্ধার হয় সেই বিষয়টিও পুলিশকে জানান তারা।