শীতের আমেজে ফুলবাড়ি ব্যারেজে পরিযায়ী পাখিদের আগমন, উৎসুক স্থানীয়রা   

ফুলবাড়ি, ২৫ নভেম্বরঃ শীত পড়ার আগেই ফুলবাড়ি ব্যারেজে পরিযায়ী পাখিদের আগমন। শীতের আমেজ ঠিকমতো দেখা না গেলেও ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের জলাশয় ইতিমধ্যেই মুখর পরিযায়ী পাখিদের কোলাহলে।


ঝাঁকে ঝাঁকে পাখিদের আনাগোনা দেখে উৎসাহে ভরপুর স্থানীয় মানুষও।প্রতি বছরই শীতের মরশুমে রংবেরঙের নানান প্রজাতির অতিথি পাখিরা ভিড় জমায় এই জলাশয়ে।এবছরও তার অন্যথা হয়নি।যদিও উত্তরবঙ্গে এখনও তাপমাত্রা খুব একটা নীচে নামেনি, তবুও সময়ের আগেই হাজির হয়ে গিয়েছে শীতের দূতেরা।

স্থানীয়রা জানান, প্রতিবছর বহু পর্যটক এই সব পরিযায়ী পাখির সৌন্দর্য উপভোগ করতে ফুলবাড়ী ব্যারাজ এলাকায় আসেন। মূলত রুডি শেলডাক, রিভার ল্যাপউইং সহ বহু প্রজাতির পাখি এখানে এসে আশ্রয় নেয়।


অতিথি এই পাখিরা মঙ্গোলিয়া, তিব্বত, সাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে উত্তরবঙ্গের জলাশয়গুলিতে আসে। শীত কাটিয়ে আবার ফিরে যায় নিজেদের আবাসভূমিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *