ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করল রাজ্য সরকার।টুইট করে বিষয়টি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে বাড়তি ট্রেনের ব্যবস্থা করেছে নবান্ন।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীদিনে দেশের বিভিন্ন রাজ্য থেকে বাংলার উদ্দেশে রওনা দেবে এই ট্রেনগুলি।১৬ মে থেকে ১৪ জুন পর্যন্ত প্রায় এক মাস ধরে এই ট্রেনের ব্যবস্থা থাকবে।
মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডা, জয়পুর, কোঝিকোড়, থানে, চেন্নাই, পুনে, সুরাত, লখনউ, ইন্দোর, তিরুবনন্তপুরম, জলন্ধর-সহ অন্যান্য স্টেশন থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলার বিভিন্ন স্টেশনে পৌঁছবে এই বিশেষ ট্রেনগুলি।এই সংক্রান্ত তারিখ এবং স্টেশনের নাম-সহ সম্পূর্ণ তালিকাও টুইটারে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Hmm chalano hok amra mumbaite achi.khub joruri.
Hi
Tickets kamon kore katte hobe .
Train station thake kkhon charbe
Aktu bole dile valo hoto sir
Amra Noida te 25/30 poribar fase achi amader West Bengal e pongchanor babosta kore din plz plz plz