জলপাইগুড়ি,২৩ এপ্রিলঃ পরিকাঠামো ও অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে করোনা আক্রান্ত রোগীরা।শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে এসে এমনই অভিযোগ করলেন শ্রমিক নেতা জিয়াউল আলম।
জলপাইগুড়ি জেলার করোনা পরিস্থিতি নিয়ে এদিন জেলাশাসকের সঙ্গে কথা বলেন বিভিন্ন শ্রমিক নেতারা।জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে করোনা চিকিৎসার উন্নতির জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক নেতা জিয়াউল আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে তিনি জানতে পেরেছেন করোনার ভ্যাকসিন প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে।এর ফলে সাধারণ মানুষকে সঠিকভাবে করোনা টিকা দেওয়া সম্ভব হচ্ছে না।অবিলম্বে টিকাকরণের স্থান বাড়িয়ে সর্বস্তরের মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করার জন্য দাবি জানান তিনি।