শিলিগুড়ি,১৭ জুলাইঃ পরীক্ষা সংক্রান্ত নয়া নির্দেশিকা বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হল শিলিগুড়ি গভর্মেন্ট পলিটেকনিক তৃণমূল ছাত্র পরিষদ।ছাত্রছাত্রীরা জানান,আধুনিক পরীক্ষা পদ্ধতিতে তথ্যপ্রযুক্তির জটিলতা থাকায় তাদের পরীক্ষা দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে।তাই এই নির্দেশিকা বাতিলের দাবিতে তারা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।
তারা আরও জানান, নতুন নির্দেশিকায় অনলাইনে ক্যামেরার সামনে থেকে অন্য একটি ডিভাইস থেকে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।কিন্তু করোনাকালে তাদের অনেকের পরিবারেই আর্থিক সংকট দেখা দিয়েছে।এই অবস্থায় দুটি মোবাইল ফোন ব্যবহার করে অনেকের পক্ষেই পরীক্ষা দেওয়া সম্ভব নয়।এছাড়াও বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের ত্রুটি থাকায় সমস্যাও পড়তে হয়।
এই বিষয়ে অভ্রদ্বীপ মালাকার বলেন, এই নিয়ম পুনর্বিবেচনা করে প্রত্যাহার করা হোক।আধুনিক পরীক্ষা পদ্ধতিতে জটিলতা থাকায় পড়ুয়াদের পরীক্ষা দিতে সমস্যায় পড়তে হবে।পরীক্ষার্থীরা যাতে সঠিক নিয়মে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হোক।