শিলিগুড়ি,১ অক্টোবরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে আজ থেকে শুরু তৃতীয় বর্ষের পরীক্ষা। তবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সময়মত আপলোড হয়নি প্রশ্নপত্র। যার যেরে হয়রানির শিকার হতে হয় কলেজের তৃতীয় বর্ষের সমস্ত ছাত্রছাত্রীদের।
তবে জানা গিয়েছে, আজ একটিমাত্র ওয়েবসাইটে প্রশ্নপত্র আপলোড করা হয়েছিল যার ফলে সার্ভারের ওপর চাপের সৃষ্টি হয় এবং এই ঘটনা ঘটে।আগামীতে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজগুলির ওয়েবসাইটেও প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে যাতে ছাত্রছাত্রীদের ফের কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়।