শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ শুক্রবার রাজ্যজুড়ে শুরু হল ২০২৩-২৪ শিক্ষা বর্ষের মাধ্যমিক পরীক্ষা।জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে যানজটের মুখে পড়তে হল শিলিগুড়ির নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে আসা পরীক্ষার্থীদের।যার জেরে ক্ষুব্ধ হলেন অভিভাবকেরা।
এবছর পরীক্ষার সময় অনেকটা এগিয়ে নিয়ে আসার ফলে সময়মত পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে শুরু করে পরীক্ষার্থীরা।তবে অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার্থীরা সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেও পুলিশের ঘুম ভেঙেছে অনেক দেরিতে।পুলিশ পরীক্ষা কেন্দ্রের সামনে না পৌঁছানোর ফলে বিশাল যানজটের সৃষ্টি হয়।যার ফলে সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের।পড়ুয়াদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকেরা।
ঘটনার খবর পেয়ে নেতাজি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের সামনে এসে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ।পরীক্ষা কেন্দ্রের সামনে যানজট মুক্ত করা হয়।পরে কেন্দ্রের সামনে ব্যারিকেড দিয়ে সেই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।