‘সিলেবাস প্রায় পুরোটাই শেষ, পরীক্ষার ফলাফল ভালোই হবে’-ওমপ্রকাশ মিশ্র

শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ ভোটপ্রচারের শেষদিন।প্রচারে কোনোরকম খামতি রাখা হয়নি বলেই মনে করছেন শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। বুধবার শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করেন তিনি।


দোরগোড়ায় ভোট, ফাইনাল পরীক্ষার আগে তাই সিলেবাস কতটা কমপ্লিট জিজ্ঞেস করতেই একগাল হেসে ওমপ্রকাশ মিশ্র বলেন, আমি বরাবরই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।আর তৃণমূল দলও পরীক্ষায় এতদিন ভালো ফল করে এসেছে।সিলেবাস প্রায় পুরোটাই শেষ।তাই ভোটের রেজাল্টেও এবার দারুণ ফল করবেন বলেই আশা রাখছেন।তিনি আরও বলেন, ভোটের পরীক্ষা শুরু, এবারে শুধু ফলাফলের প্রতিক্ষা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *