পরীক্ষার্থীদের হাতে মাস্ক ও জলের বোতল তুলে দিল তৃণমূল

শিলিগুড়ি,১৮ মার্চঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মাস্ক ও জলের বোতল তুলে দিল দুই নম্বর টাউন ব্লক যুব তৃণমূল।


করোনা ভাইরাস এড়াতে ইতিমধ্যে সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনবহুল স্থানগুলিকে চিহ্নিত করে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে  উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।

আজ  বাল্মিকী বাল্মিকি বিদ্যাপিঠ স্কুলে আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাস্ক ও জলের বোতল বিতরণ করলেন যুব তৃণমূলের  জেলা সভাপতি বিকাশ সরকার ও 2 নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি মানস ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা।


2 thoughts on “পরীক্ষার্থীদের হাতে মাস্ক ও জলের বোতল তুলে দিল তৃণমূল

  1. Anonymous says:

    জলের বোতল আর মাস্ক দিচ্ছে ভালো কথা,এই সরকারের কাছে এটাই পাবে আর কিছু পাবে না,তোমরা পড়ে যাও,আমরা তোমাদের মাসে ১৫০০করে ভাতা দিবো

  2. Md Tazamul haque says:

    এই সরকার এর কাছে এর থেকে আর বেশি কিছু আশা করি ও না তোমরা,
    তোমরা পড়াশুনা করে যাও আমার সরকার তোমাদের ভাতা দিবে ১৫০০করে মাসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbetjojobet giriş