ইসলামপুর,১১ মার্চঃ ‘পরিষেবা আমরা মানুষের দরজায় দরজায় পৌঁছে দিচ্ছি।এটা বাংলার পক্ষেই সম্ভব।আর তাই বাংলার গর্ব মমতা’।বুধবার ইসলামপুরে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি।
তিনি বলেন, মমতার উন্নয়নের বার্তা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।শুধু রাজ্যে নয়, দেশে এবং দেশের বাইরেও একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের জন্য একটি পরিচিত নাম।ভারতের গর্ব বাংলা আর তাই বাংলার গর্ব মমতা।
‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, প্রতি গ্রাম পঞ্চায়েতে তিনটি গ্রাম বেছে নেওয়া হয়েছে।সেখানে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হবে এবং তাদের সমস্যার কথা শোনা হবে।