শিলিগুড়ি,২ এপ্রিলঃ শিলিগুড়ির বেশকিছু জায়গায় বিজেপির ফ্লেক্স ছিঁড়ে ফেলার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করার অভিযোগ।এছাড়াও ড্রেনে বিজেপির দলীয় পতাকা ফেলের দেওয়ার অভিযোগ। ঘটনায় বিজেপির তরফে নির্বাচনী পর্যবেক্ষককে অভিযোগ জানানো হবে। ঘটনা সামনে আসতেই ক্ষোভপ্রকাশ শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের।
জানা গিয়েছে, গতকাল রাতের অন্ধকারে কেউ বা কারা ১৬ নম্বর ওয়ার্ডে লাগানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যানারে কাদামাটি লেপে দিয়েছে।আজ সকালে বিষয়টি দেখতে পান শঙ্কর ঘোষ।তৎক্ষণাৎ তিনি জল দিয়ে তা ধুয়ে পরিষ্কার করেন।
শঙ্কর ঘোষ বলেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি।রাতের অন্ধকারে যারা এই কাজ করেছেন তা অত্যন্ত ঘৃণ্য অপরাধ।আমি চাই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হোক।বিষয়টি নির্বাচনী পর্যবেক্ষককেও জানাবো।অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক এটাই চাই।
অন্যদিকে ২১ নম্বর ওয়ার্ডের বেশকিছু জায়গায় প্রার্থীর সমর্থনে লাগানো ফ্লেক্স খুলে দেওয়া হয়েছে। সেখানে লাগানো পতাকাও ড্রেনে ফেলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।