রাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারিঃ তিন মাস ধরে অভিভাবকহীন অবস্থায় রয়েছে ফুলবাড়ি ট্রাক টার্মিনাল।অভিযোগ,বর্তমানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) অধীনে থাকা এই ট্রাক টার্মিনাল ট্রাক চালকেরা ইচ্ছেমতো ব্যবহার করছেন। এদিকে পার্কিং ফি তোলার জন্য কেউ না থাকায় মার খাচ্ছে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায়।পাশাপাশি কোন পাহারাদার না থাকায় ট্রাক থেকে চুরি হয়ে যাচ্ছে ব্যাটারি, চাকা এবং জ্বালানি তেল।
জানা গিয়েছে, ফুলবাড়ি বাইপাস স্থিত এসজেডিএ’র এই ট্রাক টার্মিনালটি বেসরকারি এক এজেন্সি পরিচালনা করতো। বেতন বৃদ্ধি নিয়ে শ্রমিক আন্দোলনের মাঝে তিন মাস আগে ট্রাক টার্মিনালের ম্যানেজারের অস্বাভাবিক মৃত্যু হওয়ার পর থেকে কোনো কর্মচারী কাজে আসছেন না। ম্যানেজারের মৃত্যুর ঘটনায় মালিকের বিরুদ্ধে মামলা হওয়ায় মালিকেরও দেখা নেই। ফলে অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে ওই সরকারি ট্রাক টার্মিনাল।
টার্মিনালের এক কর্মচারী লাবলু হক বলেন, ম্যানেজারের মৃত্যুর পর থেকে মালিক বেপাত্তা।তাই আমরা কাজ করতে পারছিনা। পরিবার নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। আমরা চাই খুব শীঘ্রই টার্মিনাল চালু হোক।
স্থানীয় দোকানদার সুপ্রিয়া খাতুন বলেন, ট্রাক টার্মিনালে কেউ না থাকায় ট্রাকের জিনিস চুরি হচ্ছে। তাই এখন টার্মিনালে আগের মতো ট্রাক ঢুকছে না। ফলে আমাদের ব্যবসা অনেকটা কমে গিয়েছে।
অন্যদিকে বরাত পাওয়া এজেন্সির কর্ণধার গৌড় সাহা বলেন, শ্রমিকদের হুমকি ও জুলুমবাজির জন্য নিরাপত্তার অভাব বোধ করে ট্রাক টার্মিনাল চালু করতে পারছিনা। ফলে টার্মিনাল চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।