শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির পানিটাঙ্কি ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল।
জানা গিয়েছে, এদিন বিকেলে স্থানীয় ফুটপাথ ব্যবসায়ীদের নজরে আসে সেবক রোডের ধারে পড়ে রয়েছে একটি কালো রঙের ব্যাগ।দীর্ঘক্ষণ ওই ব্যাগের মালিকের খোঁজ না মেলায় সন্দেহ হয় ব্যবসায়ীদের।তড়িঘড়ি পুলিশে খবর দেন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বোম্ব স্কোয়ার্ড।নিরাপত্তার স্বার্থে ফুটপাথ ব্যবসায়ীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।এরপর স্নিফার ডগ দিয়ে ব্যাগটিকে পরীক্ষা করে ব্যাগটি খুলতেই জামা-কাপড় সহ বেশকিছু বই খাতা বেরিয়ে আসে।খাতার ওপরে মৌসুমী ভট্টাচার্যের নাম দেখতে পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক অনুমান ভুলবশত কেউ ব্যাগটি ফেলে রেখে গিয়েছেন।