শিলিগুড়ি, ১৪ ডিসেম্বরঃ লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে অসম থেকে এক যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ।ধৃতের নাম অনিন্দ দত্ত(২১)।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা।ধৃত কলকাতার একটি নামী স্কুলের ছাত্র।
জানা গিয়েছে, অনিন্দ দত্ত ও শিলিগুড়ির বাসিন্দা দেবাদিত্য পাল ভালো বন্ধু ছিল।অভিযোগ, বন্ধুত্বের সুযোগ নিয়ে অনিন্দ তার বন্ধু দেবাদিত্যকে শেয়ারবাজার ও দার্জিলিংয়ে হোটেল ব্যবসায় টাকা লগ্নি করে লক্ষাধিক টাকা লাভের স্বপ্ন দেখায়।বন্ধুর কথা বিশ্বাস করে ধীরে ধীরে ৬৩ লক্ষ টাকা দিয়ে দেয় দেবাদিত্য।এরপর লাভের টাকা তো দূরের কথা ৬৩ লক্ষ টাকাও তাকে ফেরত দেয়নি অনিন্দ।চলতি বছরের জুন মাসে অনিন্দ দত্তের নামে প্রতারণার মামলা দায়ের করা হয়।
পুলিশ তাকে খুঁজছে এই খবর পেয়েই অনিন্দ কলকাতা থেকে অসমে পালিয়ে যায়।পাঁচ মাস পর অবশেষে শুক্রবার অসম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ।ট্রানজিট রিমান্ডে তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হয়।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা করা হলে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।গোটা ঘটনার তদন্তে পুলিশ।