পরিত্যক্ত গুদামে লুকোনো ছিল চোরাই কাঠ, অভিযান বন দফতরের

শিলিগুড়ি,২৮ আগস্টঃ ঝোপের আড়ালে পরিত্যক্ত গুদামে লুকিয়ে রাখা চোরাই কাঠ। অভিযান চালিয়ে কাঠ উদ্ধার করল বৈকুন্ঠপুর ডিভিশনের শারুগারা রেঞ্জ। কয়েকদিন আগে লক্ষাধিক টাকার চোরাই কাঠ সহ বেশকয়েকজনকে গ্রেফতার করে শারুগারা রেঞ্জ। বন দফতরের হাতে ধরা পড়ে সরকারি আধিকারিকেরা। এরপরই তদন্তে নেমে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কাঠের সন্ধান পান বন দফতরের আধিকারিকেরা।


শনিবার বাবুপাড়ার কাছে একটি গুদামে অভিযান চালান বন দফতরের আধিকারিকেরা।এদিন পরিত্যক্ত গুদাম থেকে বেশকিছু চোরাই কাঠ উদ্ধার হয়। সেখানকার এক নিরাপত্তারক্ষী জানান, কয়েকদিন আগে রাতে একটি ট্রাক থেকে কাঠগুলি নামানো হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişholiganbetonwin girişJOJO BETgrandpashabetbahsegel girişcasino sitelericasibomcasibombets10casibomonwincasibom giriş