নতুন কমিটি HHTDN এর, পর্যটন ব্যবসাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা

শিলিগুড়ি,২১ আগস্টঃ নতুন কমিটি তৈরির পাশাপাশি উত্তরের পর্যটনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা Himalayan Hospitality & Tourism Development Network এর।শনিবার শালুগাড়ায় সংগঠনের তরফে একটি হোটেলে আলোচনার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ট্যুর অপারেটর থেকে শুরু করে হোটেল, হোম স্টে মালিকেরা ছাড়াও আরও অনেকে এই সংগঠনে রয়েছেন।


এদিন নতুন কমিটির সম্পাদক সম্রাট সান্যাল জানান, করোনার মধ্যে পর্যটনের উন্নতিতে আরও জোর দেওয়া হবে।এছাড়া হোটেল মালিক ও ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।তাদের সমস্যার কথা সরকারের কাছে পৌঁছে দিয়ে সমাধান করা এখন লক্ষ্য নতুন কমিটির।এছাড়াও নেপাল, ভুটানের সঙ্গে আলোচনা করে পর্যটকদের স্বার্থে পর্যটনের উন্নতিকরণেও নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *