শিলিগুড়ি,২৭ জানুয়ারিঃ করোনা আবহে রাজনৈতিক মিছিল, জনসভা কর্মসূচী শুরু হলেও এখনও খোলেনি স্কুল। অথচ সামনেই সিবিএসই বোর্ড পরীক্ষা। যেকারণে ইতিমধ্যেই সিবিএসই এর তরফে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্র্যাক্টিক্যালের জন্য স্কুলে আসার কথা বলা হয়েছে। ফলে রাজ্য সরকারের অনুমতিতে স্কুল খোলার জন্য সরব হল সিবিএসই স্কুল কর্তৃপক্ষগুলি।
সমস্ত স্কুলের একত্রিত সংগঠন নর্থ বেঙ্গল সাহোদায়া স্কুল কমপ্লেক্স। উত্তরবঙ্গের প্রায় ৭০ টি সিবিএসই স্কুল এই সংগঠনে রয়েছে। বুধবার বিভিন্ন স্কুলের প্রিন্সিপালরা শিলিগুড়ি মহকুমাশাসকের দ্বারস্থ হন। মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের তরফে।