শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ ফের স্কুলের পোশাকের রঙ পরিবর্তনের বিরোধীতায় সরব শিলিগুড়ির বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা।তবে এবারে পৃথকভাবে নয়, বরং একজোট হয়ে আন্দোলনে সামিল হলেন তারা।রবিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।‘আমাদের পোশাক ফিরিয়ে দাও’ এই স্লোগান তুলে সরব হন স্কুলের প্রাক্তনীরা।
রাজ্যের তরফে স্কুলের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিতেই বিরোধিতায় সরব হয় বিভিন্ন স্কুলের পড়ুয়া, অভিভাবক এবং প্রাক্তনীরা।এদিন শিলিগুড়ি গার্লস হাইস্কুল, তরাই তারপদ আদর্শ বিদ্যালয় সহ একাধিক স্কুলের প্রাক্তনীরা একজোট হয়ে মিছিল করেন।তাদের দাবি, নীল সাদা নয়, আমাদের পোশাক ফিরিয়ে দাও।
এই বিষয়ে প্রাক্তনীরা জানান, স্কুলের পোশাকের রঙ পরিবর্তনের বিষয়টি প্রাক্তনী হিসেবে মেনে নিতে পারছি না।এই বিষয়ে সরকারের উচিত বিষয়টি পুনঃবিবেচনা করা।কারণ প্রতিটি স্কুলের পোশাক সেই স্কুলের ঐতিহ্য বহন করে।