শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ স্কুলের পোশাক পরিবর্তনের বিরোধিতায় ফের সরব হল শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকেরা।
রাজ্য সরকারের অধীন সমস্ত বিদ্যালয়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পরই বিরোধীতায় সরব হয়েছে বিভিন্ন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী ও অভিভাবকেরা।স্কুলের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এরআগেও স্মারকলিপি প্রদান করেছিল শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবকেরা।একই দাবিতে আজ ফের জেলা গ্রামোন্নয়ন শাখার প্রজেক্ট ডাইরেক্টরকে একটি স্মারকলিপি প্রদান করেন অভিভাবকেরা।
এক অভিভাবক জানান, আমাদের দাবি পোশাকের রং যেন পরিবর্তন না করা হয়।কারণ শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পোশাক ৭৫বছরের এই স্কুলের ঐতিহ্য বহন করে।যদি স্কুলের পোশাকের রং পরিবর্তন করা হয় তাহলে আগামীকে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে জানান তিনি।