শিলিগুড়ি, ১২ সেপ্টেম্বরঃ রাজ্য সরকারের অধীন সমস্ত বিদ্যালয়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার পোশাক পরিবর্তনের বিরোধিতায় সরব হল শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের পড়ুয়া, প্রাক্তনী ও অভিভাবকেরা।
জানা গিয়েছে, এদিন স্কুলের প্রধান গেটের সামনে রাজ্যের সমস্ত স্কুলে নীল সাদা পোশাক করার সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্কুলের পড়ুয়া, প্রাক্তনী ও অভিভাবকেরা।পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত কোনোভাবেই তারা মেনে নেবেন না বলে জানান।এদিন স্কুল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও জমা দেন তারা।
রাজ্য সরকার যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে তবে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে জানান বিক্ষোভকারীরা।

Never change your old school dress for a cheap minister ?
কোনো মতেই নীল-সাদা পোশাক মেনে নেওয়া হবে না।