শিলিগুড়ি,৩০ আগস্টঃ বিদ্যালয়ের পড়ুয়াদের পোশাক পরিবর্তনের প্রতিবাদে সরব হল অভিভাবকেরা।রাজ্য সরকারের অধীন সমস্ত বিদ্যালয়ে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার তারই প্রতিবাদে সরব হন শিলিগুড়ি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা সহ অভিভাবকেরা।এই পোশাক পরিবর্তন নিয়ে বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদের ঝড় উঠেছে।
মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্কুলের পোশাক পরিবর্তনের বিরোধিতা করে ছাত্রীদের নিয়ে রাস্তায় নামে অভিভাবকেরা।এরপর জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা।ঘটনার তীব্র নিন্দা করে জেলা বিদ্যালয় পরিদর্শক(প্রাথমিক) প্রাণতোষ মাইতিকে স্মারকলিপি দেন অভিভাবকেরা।
অভিভাবকেরা বলেন, ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের পোশাক কেন পরিবর্তন করা হল? তার জবাব চাই।আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি পোশাক পরিবর্তন না করে পূর্ববর্তী সাদা-মেরুন রঙের পোশাকই রাখা হোক।
অন্যদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক(প্রাথমিক) প্রাণতোষ মাইতি বলেন, পোশাক পরিবর্তন নিয়ে এই প্রথম অভিযোগ পেলাম।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

I am fully agree with all of the parents
Its too much painful for the schools , uniform indicate school recognising that very much important for all the schools students and teachers as well as
School uniform don’t need any changes, pls value the school’s sentiment, so keep the uniform unchanged, indeed