শিলিগুড়ি, ১৪ জুনঃ শিলিগুড়ি পুরনিগম এলাকায় আজ এখনও অবধি নতুন করে করোনা সংক্রমিত ১৪ জন। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ৭ জন ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ২ জন বর্ধমান রোড সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রধাননগরের এক নার্সিংহোমের ৫ জনের রিপোর্ট আজ পজিটিভ এসেছে। ৪৬ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের আক্রান্তদের শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের সঙ্গে সংযোগ ছিল বলে জানতে পেরেছেন স্বাস্থ্য আধিকারিকেরা। তা নিয়েই রীতিমতো উদ্বিগ্ন তাঁরা। অন্যদিকে আগামীকাল থেকেই রেগুলেটেড মার্কেট প্রশাসনিক নির্দেশে বন্ধ হচ্ছে। এদিকে ৪৬ নম্বর ওয়ার্ডে প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেখা গিয়েছে আক্রান্তদের অধিকাংশের রেগুলেটেড মার্কেটের সঙ্গে সংযোগ ছিল।