শিলিগুড়ি, ১ জানুয়ারিঃ আনন্দ করার ইচ্ছে থাকলেও বয়সের কারণে উপায় থাকে না।ফলে শেষ জীবনের সময়টুকু একপ্রকার ঘরে বন্দী হয়েই কাটান তারা। সেই সমস্ত মানুষদের সাময়িক আনন্দ দিতে উদ্যোগী হল দেশবন্ধু পাড়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার।
নতুন বছরের শুরুতেই তাদের নিয়ে পিকনিকে মাতলেন তিনি।শুধু তাই নয় তাদের জন্য ছোট্ট উপহার দিতে ভোলেননি তিনি।বুধবার প্রায় ৫০ জন পেনশনারদের নিয়ে সকালের প্রাতঃরাশ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন।
পোস্টমাস্টার প্রসেনজিৎ কুলাচারিয়া জানান, পোস্ট অফিসের সঙ্গে গ্রাহকদের সমন্বয় বজায় রাখার পাশাপাশি তাদের সাময়িক আনন্দ দিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
অন্যদিকে, পোস্টমাস্টারের এই ধরণের উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ হলেন পেনশনাররা।তারা জানান, সকাল থেকেই বেশ আনন্দ উপভোগ করছি সকলে মিলে। পোস্ট অফিসে আসলে অফিসের কর্মীদের ব্যবহার তাদের নিজের বাড়ি মনে হয়। তার উপর এমন বাড়তি পাওনা মুখে প্রকাশ করা যায় না।এমন আনন্দ উপভোগ করতে পেরে তারা খুশি।