শিলিগুড়ি, ২৮ জুলাইঃ চম্পাসারির প্রধাননগর পোস্ট অফিসে পার্সেল বিস্ফোরণের ঘটনা। পার্সেলের মধ্যে ছিল বিস্ফোরক জাতীয় বস্তু। ঘটনায় আটক করা হল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্সেলের মধ্যে কিছু বিস্ফোরক জাতীয় জিনিস পাওয়া গিয়েছে। যেগুলির মধ্যে বারুদও ছিল। পোস্টঅফিস কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করেছে প্রধাননগর থানার পুলিশ।
পোস্টমাস্টার অর্চনা দে জানান, অমৃতসর থেকে এসেছিল পার্সেলটি। অফিসের মধ্যেই পার্সেলটি রাখতে গিয়ে বিস্ফোরিত হয়। আগুনও ধরে যায় তাতে। এরপরই পার্সেলটি যার নামে এসেছিল তাকে ডাকা হয়। এদিন ঘটনার খবর পেয়ে পোস্ট অফিসে তদন্তের জন্য পৌঁছায় ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ও সিআইডি এর বোম্ব স্কোয়াডের টিম।
তবে ওই বিস্ফোরক জাতীয় বস্তু কীভাবে অমৃতসর থেকে শিলিগুড়িতে ডাক বিভাগের মাধ্যমে পাঠানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পোস্ট অফিসের আধিকারিকেরাও।