শিলিগুড়ি, ১০ আগস্টঃ ভারতীয় ডাক পরিষেবাকে বেসরকারিকরণের প্রতিবাদ সহ একাধিক দাবিতে দেশব্যাপী ধর্মঘটে সামিল হলেন ডাক বিভাগের কর্মীরা।
জানা গিয়েছে, বুধবার অল ইন্ডিয়া পোস্টাল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন ডাক বিভাগের কর্মীরা।এদিন প্রধান ডাকঘরের অধিকাংশ কর্মী ধর্মঘটে সামিল হন।এরফলে ডাকঘরের সমস্ত কাউন্টার খোলা থাকলেও কর্মী না থাকায় পরিষেবা বিঘ্নিত হয়েছে।অনেক কাউন্টারে লম্বা লাইন দেখা যায়।
এদিন বিক্ষোভে সামিল হয়ে ডাকঘর বিভাগের কর্মীরা বলেন,কেন্দ্র সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং ডাক জীবন বীমা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে ঘোষণা করেছেন, তা অবিলম্বে খারিজ করতে হবে। নাহলে বৃহত্তর এবং লাগাতার আন্দোলনে নামবেন তারা।