শিলিগুড়ি, ২১ মার্চঃ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন সাংবাদিকেরা।উত্তরবঙ্গের সাংবাদিকদের জন্য এই সুযোগ করে দিল ভারত সরকারের আইন মন্ত্রক।
ভোটের সময় একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ছুটে বেড়াতে হয় সাংবাদিকদের।যার ফলে অনেক সময় হয়তো ভোটই দেওয়া হয়ে ওঠেনা। ইলেকশন কমিশন ও ভারত সরকারের কাছে সাংবাদিকদের এই সমস্যা সমাধানের আবেদন রেখেছিল কনফেডারেশন অফ নর্থবেঙ্গল অ্যান্ড সিকিম জার্নালিস্টস সংগঠন।এরপরেই ইলেকশন কমিশনের তরফে জানানো হয় উত্তরবঙ্গের সাংবাদিকেরা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
রবিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিকের বিষয়টি জানানো হয়।উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ নর্থবেঙ্গল অ্যান্ড সিকিম জার্নালিস্টস সংগঠনের সভাপতি অলিপ মিত্র, সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী, প্রদীপ সরকার এবং দীপ্তেন্দু দত্ত।জানা গেছে, চতুর্থ দফার ভোট থেকে উত্তরবঙ্গের সাংবাদিকেরা এই সুযোগ পেতে চলেছেন।