শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর পোস্টারে সিমেন্ট এবং থুথু ফেলার অভিযোগ।এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল ও কংগ্রেসের কার্যকর্তারা।
জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে স্বাগত জানানোর জন্য পোস্টার লাগানো হয়।সেই পোস্টারে থুথু ফেলার অভিযোগ উঠেছে।ঘটনার পর দুই দলের কার্যকর্তারা জল দিয়ে সিমেন্ট এবং থুথু পরিষ্কার করেন।এদিকে, বিজেপির বিরুদ্ধে ঘটনার অভিযোগ তুলেছেন তৃণমূল এবং কংগ্রেসের কার্যকর্তারা।
আপার বাগডোগরার তৃণমূল সহ-সভাপতি অভিযোগ করে বলেন, ‘রাতের অন্ধকারে বিজেপির লোকেরা মুখ্যমন্ত্রীর পোস্টারে সিমেন্ট ও থুথু ফেলেছে।এর আগে এখানে এই ধরণের ঘটনা ঘটেনি।কিন্তু বিজেপি নিচুস্তরের রাজনীতি করছে।বিজেপি এসব বন্ধ না করলে প্রকাশ্যেই বিজেপির পোস্টার এবং দলীয় পতাকা বাগডোগরা থেকে সরিয়ে দেওয়া হবে’।