শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নান্টু পালের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। এদিন সকালে ওয়ার্ডের বেশকিছু জায়গায় প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়। এরপরই বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে এলাকায় প্রতিবাদ মিছিল করে বিজেপি।
বিভিন্ন জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলায় সেই জায়গাগুলি পরিদর্শন করেন বিধায়ক। গোটা ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী নান্টু পাল। নান্টু পাল বলেন, শুধুমাত্র বিজেপির পোস্টারগুলি কেটে ফেলা হয়েছে। তৃণমূলের লোকজন এসব করছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানান।
অন্যদিকে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, শান্তিপূর্ণভাবে শিলিগুড়িতে নির্বাচন হয়। কিন্তু শহরকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশকে জানানো হয়েছে।
তবে ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বাসুদেব ঘোষ জানান, মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিজেপি নিজে থেকে এসব করছে।