প্রয়াত কাউন্সিলর কৃষ্ণচন্দ্র পালের পোস্টার ছিড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে প্রয়াত কাউন্সিলর কৃষ্ণচন্দ্র পালের পোস্টার ছিড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য।


জানা গেছে, বুধবার সকালে শিলিগুড়ি পার্কের সামনে থাকা কৃষ্ণচন্দ্র পালের পোস্টার কেউ বা কারা ছিড়ে ফেলে।প্রসঙ্গত, দীর্ঘ অনেক বছর ধরে ২৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ছিলেন কৃষ্ণচন্দ্র পাল।ওই এলাকায় তার জনপ্রিয়তা নিয়ে শহরের প্রায় সকলেই অবগত।তার পোস্টার ছিড়ে ফেলায় ক্ষুদ্ধ দলীয় কর্মী সহ স্থানীয় অনেকেই।

কৃষ্ণচন্দ্র পালের ভাই অমর চন্দ্র পাল জানান, আজ সকালেই ঘটনাটি তাদের নজরে আসে।এইধরনের ঘটনা খুবই নিন্দনীয়।বিরোধী দলই এই কাজ করতে পারে।২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের তরফে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ।এছাড়াও ঘটনাস্থলে পৌঁছান গৌতম দেব।


গৌতম দেব বলেন, এই ঘটনা রাজনৈতিক দুষ্কৃতীদেরই কর্মকান্ড।এই ধরনের সংস্কৃতি যারা আমদানি করছে তাদের ওপর শুধু করুনাই হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *